বলিষ্ঠ শক্তিশালী দেহ, ব্যায়াম, জিম, দৌড়ধাপ টিপস জানতে…. ক্লিক করুন

One thought on “বলিষ্ঠ শক্তিশালী দেহ, ব্যায়াম, জিম, দৌড়ধাপ টিপস জানতে…. ক্লিক করুন”

  1. সুন্দর পেশীবহুল শারীরিক গঠন ঃ- সুন্দর শারীরিক গঠন সবাই চাই । কেউ চাই অন্যের কাছে নিজেকে শক্তিশালী প্রমানিত করত্যে, কেউ চাই কাউকে ইমপ্রেস করত্যে, কেউ চাই নিজেকে বলিউড হিরোদের মতো পারসন্যালিটি করত্যে নাচ গান সিনেমা নাটকে চান্স পাত্যে, কেউ চাই নিজেকে সুন্দর দেখত্যে ও ফ্যাসনাবেল জামাকাপড়ে ভালো ফিট হত্যে আবার কেউ চাই পুলিস, মিলিটারি তে চান্স পাত্যে ভালো শারীরিক গঠন করত্যে আবার কেউ চাই শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থ্যাক্তে আত্মবিশ্বাসী হত্যে। উদ্দেশ্য যাই হোক স্বাস্থ হল নিজের সম্পদ। নিজের ব্যক্তিত্বের সাথে ভালো স্বাস্থ নতুন মাত্রা আন্যে দেয়। তাই কমবেশি নিজের সামর্থ্য ও প্রয়োজন মতো সকলেরই অবশ্য দরকার সুন্দর শারীরিক গঠন। এর জন্ন্যে চাই রুটিন মাফিক নিয়মিত ব্যায়াম। জিমে গেলে ব্যায়াম করার অনেক উপকরণ ও সাথে ফিজিক্যাল ট্রেইনার পাবেন। যারা কোন কারনে যাত্যে জিমে পারছেন নাই তারা ঘরেও কিছু উপকরণ কিনে ও নিজেই কিছু উপকরণ বানাই একই রেজাল্ট পাত্যে পারেন।

    ওয়েব সাইটের হোম পেজে যাত্যে এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published.