One thought on “সন্তানের শিক্ষার জন্য কি কি করা দরকার..।”

  1. এক মানুষের সন্তান মায়ের পেটে ভ্রূণ থাকা অবস্থায় ব্রেইন ডেভেলপমেন্ট হওয়ার পর থেকেই বিভিন্ন অনুভুতি শিখতে থাকে। তাই সন্তানের মাতাপিতাকে সেই পরিবেশ বজাই রাখতে হবে । মায়ের চিন্তাধারা, জীবনযাত্রার ধরন ইত্যাদি যে সন্তান হবে তার ওপর প্রভাব ফেলে।যেহেতু মাতা-পিতাই সন্তানের প্রাথমিক শিক্ষক তাই মাতাপিতাকে সন্তানের ভবিষ্যৎ এর শিক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে সন্তান আসার সঙ্গে সঙ্গেই। পিতা-মাতাকে সন্তানের সঙ্গে যতটা সময় দেওয়া যায় ততটা সময় সেইসব ভাষায় (ইংরেজি যদি ইংলিস মাধ্যমে পড়ে) কথা বলুন যে ভাষা তাকে শেখাতে চান তাতে সে নাই বা উত্তর দিক সেই সময়ের জন্য। কারন প্রথমে সে ভাষা শিখবে শুনে শুনেই। বলার চেষ্টাও করতে করতে বলতে পারবে। তবে এটা নির্ভর করছে পরিবেশ ও পিতা-মাতার ভাষা জ্ঞানের ওপর।

    ওয়েব সাইটের হোম পেজে যাত্যে এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published.