UKG Preparation according to syllabus 2021 of English medium school St. Xavier’s School ,Purulia.

UKG preparation . according to syllabus 2021 of English medium school St. Xavier’s School ,Purulia.

One thought on “UKG Preparation according to syllabus 2021 of English medium school St. Xavier’s School ,Purulia.”

  1. বাংলাঃ ইউ কেজি তে ক্লাস ওয়ানে সেকেন্ড ল্যাঙ্গুভ্রায়েজ হয় হিন্দি বা বাংলা রাখতে হয়। বাঙলাতে বর্নপরিচিতি, অ-কার, আ-কার, এ-কার, ই-কার, ঈ-কার, উ-কার, ঊ-কার, ও-কার, ঐ-কার… যোগে শব্দ গঠন থাকে। তবে বাচ্চাদের ঈ-কার ও ই-কার এবং ঊ-কার ও উ-কার সব্দে বিভ্রান্তি থাকে। তারা বুজতে পারে না কুথাই ই-কার হবে আর কুথায় ঈ-কার হবে। এর জন্য উচ্চারণ আর প্রাক্টিসে মন দিতে হবেক। যেমন দিন আর দীন। দিন মানে day বা দিবস। আর দীন মানে দরিদ্র বা poor. উচ্চারণ প্রাই একি। কিন্তু দিন উচ্চারণে আমাদের সামনের ঠোঁট ওপরের দিকেই থাকে ও বাতাস ওপরের দিক দিয়ে বার হয়, জীবের সাইড তালুর সাথে খুব চাপ দেয় না যেমন দীন উচ্চারণে। এতে জীবের সাইড গুলি তালুর সাথে যুক্ত হয় আর বাতাস একটু নিচের দিকে বয়। ইংরেজিতে ও ship ( সিপ) আর sheep ( সীপ) এর উচ্চারণ প্রাই একি কিন্তু একটার মানে জাহাজ আর সীপ মানে ভেড়া। এগুলো বড়দেরও কনফিউশান হয়। তাই সমাধান হল প্রাক্টিস উচ্চারণ করা আর লেখা।
    আপনাদের কি মতামত?

Leave a Reply

Your email address will not be published.