Paytm Phonepe Googlapay কি ও কিভাবে ইন্সটল ও ব্যবহার করতে হয় জানতে ক্লিক করুন

Paytm:- পেটিএম হল মোবাইলের একটি অ্যাপ্লিকেশান যেট দিয়ে সঙ্গেসঙ্গে কুন এক্সট্রা চার্জ না দিয়ে টাকা অন্য কারো ব্যঙ্ক বা পেটিএম অ্যাকাউন্ট এ ট্রান্সফার করা যায়। তবে পেটিএম ওয়ালেট-এ এরজন্যে টাকা প্রথমে অ্যাড করতে হবেক তা ডেবিট কার্ড হোক না নেট ব্যাঙ্কিং । বিপরীত ভাবে অন্য কেউ পে করতে চাইলে কিউ আর কোড স্ক্যান করে বা আপনার পেটিএম এ রেজিস্টার করা মোবাইল নাম্বার দিয়ে ট্রান্সফার করতে পারে।

আপনাকে পেটিএম ব্যবহার করত্যে হল্যে দরকার আপনার একটা পারমানেন্ট মোবাইল নাম্বার ঠিক করা যেটাতে আপনি পেটিএম ব্যবহার করবেন। গুগুল প্লে স্টোর থাকে আপনি পেটিএম অ্যাপট ইন্সটল করুন আপনার মোবাইলে।

ইন্সটল করার পর খুলুন ও নিচে চারটা অপশন পাবেন। হোম, অয়ালেট, অ্যাকাউন্ট, আপডেটস। পেটিএম অ্যাকাউন্ট তৈরি করতে অ্যাকাউন্ট অপশন এ ক্লিক করুন

এইবারে সাইন আপ অপশন ক্লিক করুন।

আপনার মোবাইল নম্বরট দিন ও একটি নিজের মত পাসয়ার্ড দিন। সাইন উপ এ কিল্ক করুন।

নিয়ে একটি ওয়ান টাইম পাস ওয়ার্ড বা ও টি পি আপনার দিয়া মবাইলে আসবেক সেট দিন ও নিজের নামট দিন। ডেট অফ বার্থ নাও দিতে পারেন।

নিয়ে কনফার্ম ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট তৈরি ।

এইবার লগ ইন করতে পারেন আপনার দিয়া মোবাইল নাম্বার ও পাস ওয়ার্ড দিয়ে।

যেহেতু আপনার প্রথমে পেটিএম ওয়ালেট ব্যালান্স শূন্য তাই নিচে ওয়ালেট অপশন সিলেক্ট করুন ও অ্যাড মানি সিলেক্ট করুন।

এইবার ডেবিট কার্ড হোক বা নেট ব্যাঙ্কিং আপনি টাকা পেটিএম অ্যাকাউন্ট এ যোগ করুন।

আপনি কারও কাচ থেকে পেমেন্ট লিতে হোলে আপনার পেটিএম নাম্বার বা কিউ আর কোড শেয়ার করুন।

পেটিএম ট্যাক্সি এবং অটো, পেট্রোল পাম্প, মুদি দোকান, রেস্তোঁরা, কফি শপ, মাল্টিপ্লেক্স, পার্কিং, ফার্মাসি, হাসপাতাল এবং কিরানা শপগুলির মধ্যে বেশ কয়েকটি জায়গায় নির্বিঘ্নে অর্থ প্রদানে ব্যবহৃত হতে পারে।

ওয়েব সাইটের হোম পেজে যাত্যে http://mypapers.in/ এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published.